
রাবির অরণি সাংস্কৃতিক সংসদের নতুন কমিটি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অরণি সাংস্কৃতিক সংসদের অনুপ কুমার সূত্রধরকে সভাপতি এবং তাপস কুমার রায়কে সাধারণ সম্পাদক করে ২০১৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে সংগঠনটির ১২তম সম্মেলনের মাধ্যমে ১৬ সদস্যের এ কমিটি গঠন করা হয় শুক্রবার।
কমিটির অন্য সদসরা হলেন, সহ-সভাপতি রাজু আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক সিহাব উদ্দিন, অর্থ-সম্পাদক অমিত কুমার, সাংস্কৃতিক সম্পাদক অর্ঘ্য অধিকারী, সহ-সাংস্কৃতিক সম্পাদক আল রাশেদ আজমী, দফতর সম্পাদক রাহুল রায়, প্রচার সম্পাদক সোহেল, ব্যাবস্থাপনা সম্পাদক মাসুদ, কার্যনির্বাহী সদস্য শামীম হোসেন, রাকিব, অভিজিৎ রায়, সোনিয়া ও তাওহীদ।

সম্মেলনে ২০১৫ কার্যনির্বাহী কমিটির সভাপতি মানিক কুমার শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাবির পরীক্ষা নিয়ন্ত্রক ও সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. আমানুল হক, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক হাসিবুল আলম প্রধান, বিপুল কুমার মণ্ডল প্রমুখ। সম্মেলন শেষে এক মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লেখাপড়া২৪.কম/রাবি/আল আমিন/এমএএ