মোরেলগঞ্জে মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি বাস্তবায়নের কৌশল

PHOT-06-02-16বাগেরহাটের মোরেলগঞ্জে মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি -২য় পর্যায় সফলতা বাস্তবায়নে কৌশল নির্ধারণ সংক্রান্ত বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে রওশন আরা ডিগ্রি মহিলা কলেজ ক্যাম্পাসে মিয়া অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সফিউদ্দিন আহমদ। মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি -২য় পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক মো.আফজাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারি প্রকল্প পরিচালক মো.আনোয়ারুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকিরুল হক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার।

 

Post MIddle

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আ.হান্নানের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন চিতলমারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, কেজি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক,প্রেস ক্লাব সভাপতি মো.জামাল শরীফ, প্রধান শিক্ষিকা মিসেস সাজেদা খাতুন প্রমূখ। কর্মশালায় মোরেলগঞ্জ ও চিতলমারি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সভাপতি, অভিভাবক ও নির্ধারিত ছাত্র-ছাত্রীরা সহ ৩ শতাধিক প্রতিনিধি অংশগ্রহন করেন।

 

লেখাপড়া২৪.কম/হাসান/এমএএ

পছন্দের আরো পোস্ট