ঢাবিতে নুজহাত জাহাঙ্গীর মেমোরিয়াল বৃত্তি প্রদান কাল

DUআগামীকাল (৭ ফেব্রুয়ারি ২০১৬) রবিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে নুজহাত জাহাঙ্গীর মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড কর্তৃক বৃত্তি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবেন।

 

Post MIddle

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। স্বাগত ভাষণ প্রদান করবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং ট্রাস্ট ফান্ডের দাতা পরিবারের প্রতিনিধি ড. মহীউদ্দীন খান আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও নুজহাত জাহাঙ্গীর মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন।

পছন্দের আরো পোস্ট