জাবি শহীদ মিনারে কলকাতা কলেজ প্রতিনিধির শ্রদ্ধা

DSC_0236পশ্চিমবঙ্গের কলকাতা’র সেন্ট জেভিয়ার কলেজের একটি প্রতিনিধি দল আজ অপরাহ্নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। অধ্যাপক আশীষ মিত্র আট সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পূর্বে সেন্ট জেভিয়ার কলেজের প্রতিনিধি দল শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে মশাল প্রজ্জ্বলন করে।

 

Post MIddle

শ্রদ্ধানিবেদনের এ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রতিনিধি দলকে স্বাগত ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই বাংলার জন্যই গৌরবের। মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণকারী শহীদদের প্রতি উপাচার্য শ্রদ্ধা নিবেদন করেন। অধ্যাপক আশীষ মিত্র বলেন, দুই বাংলার অভিন্ন সংস্কৃতি আমাদের মধ্যে এক আত্মার সংযোগ ঘটিয়েছে। এ সংযোগ কোনো দিনই বিচ্ছিন্ন হবার নয়। অনুষ্ঠানে সেন্ট জেভিয়ার কলেজের বাঙলা সাহিত্য সোসাইটির সম্পাদক শুভেচ্ছা চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সেন্ট জেভিয়ার কলেজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান আয়োজন করে ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্র।

 

লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট