‘মন খারাপের গাড়ি’র মোড়ক উন্মোচন শনিবার
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিল’র দ্বিতীয় কাব্যগ্রন্থ’ ‘মন খারাপের গাড়ি’র মোড়ক উন্মোচন উপলক্ষে (৬ ফেব্রুয়ারি ২০১৬) শনিবার, বেলা সাড়ে ৩টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এক বৈঠকি আড্ডার আয়োজন করা হয়েছে। ‘অন্বেষা প্রকাশন’ থেকে প্রকাশিত বইটিতে থাকছে ৯২টি মৌলিক কবিতা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি ড. আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান খান, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সংসদ সদস্য ডাঃ দীপু মনি এবং আরও যারা প্রকৃত স্বজন।
লেখাপড়া২৪.কম/আরএইচ