বাকৃবিতে গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজনৈতিক সহিংসতামুক্ত, বৈষম্যহীন-অসাম্প্রদায়িক, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণজাগরণ মঞ্চের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) গণজাগরণ মঞ্চ। আজ শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধের স্বৃতিস্তম্ভ বিজয়’ ৭১ এর পাদদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পর যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে ‘জাগরণ যাত্রা’ করে সংগঠকেরা সদস্যবৃন্দ। এর উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাকৃবি গণজাগরণ মঞ্চের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।
‘জাগরণ যাত্রা’ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিজয়’ ৭১ পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. একেএম জাকির হোসেন, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, বাকৃবি মঞ্চের সমন্বয়ক এফ এম আনোয়ার হোসেন সহ গণজাগরণ মঞ্চের কর্মীবৃন্দ।সমাবেশে বক্তারা দ্রুত যুদ্ধাপরীদের বিচার এবং জামায়াত-শিবির ও তাদের আর্থিক প্রতিষ্ঠান সমূহকে নিষিদ্ধ করার দাবি জানান।
লেখাপড়া২৪.কম/বাকৃবি/মো. আঃ রহমান/তালহা-১২০২