প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ দেবে মাইক্রোসফট

190688দেশের প্রাথমিক স্কুলের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেবে শীর্ষ সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট। পার্টনারস ইন লার্নিং কর্মসূচির মাধ্যমে সবার জন্য শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে এ উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি মাইক্রোসফট বাংলাদেশ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চুক্তিবদ্ধ হয়েছে।

 

মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির জানান, শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিক্ষাদান পদ্ধতির উন্নয়নে ‘এডুকেশন ট্রান্সফর্ম অ্যাগ্রিমেন্ট’ শীর্ষক’ এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে শিক্ষকদের তথ্যপ্রযুক্তি ডিভাইসের মাধ্যমে শিক্ষাদানে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট কনটেন্ট তৈরিতেও জোর দেবে মাইক্রোসফট। রয়েছে শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের প্রশিক্ষণ, নানা উদ্যোগ নিয়ে গবেষণা ও সংশ্লিষ্ট খাতে পেশাদার জনবল তৈরি করা।

 

Post MIddle

সোনিয়া বশির কবির বলেন, বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের সাথে থাকতে মাইক্রোসফট বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে নতুন এ চুক্তি স্বাক্ষর হলো।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট