ঢাবিতে এমএসএস শিক্ষার্থীদের নবীনবরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ১বছর মেয়াদী মাস্টার্স (সান্ধ্যকালীন) কোর্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান (৩ ফেব্রুয়ারি) বুধবার বিকেলে ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তানিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভনিং মাস্টার্স প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম।
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ