ঢাবিতে কবিতা সমগ্র গ্রন্থের মোড়ক উন্মোচন শনিবার
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল অডিটোরিয়ামে কবি নাজমুল হক নজীর-এর ‘কবিতা সমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন এবং কবিতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ আছাদুজ্জামান মিয়া, বিপিএম পিপিএম।
বিশেষ অতিথি থাকবেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঞা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম মফিজুর রহমান, দৈনিক আমাদের সময়ের শিল্প সম্পাদক রাজিব রায়, কবি মিলন সব্যসাচী, আরএমজিবিডিনিউজ২৪ এর সম্পাদক কবির আহমেদ লিনজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং বরেণ্য কবি ড. খালেদ হোসেন।#
লেখাপড়া২৪.কম/আরএইচ