মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইয়াং ইকোনমিস্টস্ ফোরাম

Metropolitan University Sylhet“মেট্রোপলিটান ইউনিভার্সিটি ইয়াং ইকোনমিস্টস্ ফোরাম” (MU Young Economists’ Forum) গঠনের লক্ষ্যে ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ সালেহ উদ্দিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, কোষাধ্যক্ষ অধ্যাপক খন্দকার মাহমুদুর রহমান, স্কুল অব বিজনেস এর ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব হামজা আনোয়ার এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

 

উক্ত সভায় বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরীকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করে “মেট্রোপলিটান ইউনিভার্সিটি ইয়াং ইকোনমিস্টস্ ফোরাম”-এর প্রথম নির্বাহী কমিটি গঠিত হয়। উপদেষ্টাম-লীর সদস্যরা হচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ সালেহ উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, কোষাধ্যক্ষ অধ্যাপক খন্দকার মাহমুদুর রহমান, স্কুল অব বিজনেস এর ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, স্কুল অব সায়েন্স এর ডিন ড. মো. নজরুল হক চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হামজা আনোয়ার এবং পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরী।

 

Post MIddle

কমিটির সভাপতি মনোনীত হন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক খন্দকার মাহমুদুর রহমান। কমিটির সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সাধারণ সম্পাদক, ও দপ্তর সম্পাদক মনোনীত হন যথাক্রমে সুইটি পাল প্রীতি, আরিফ আহমেদ, পিয়াস দে ও রত্না আক্তার। তাছাড়াও উক্ত সভায় অর্থনীতিতে অবদান রাখা বিভিন্ন ব্যক্তিত্বদের জীবনের উপর সংক্ষিপ্ত আলোকপাত এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষা সফর-২০১৬ এর প্রাক-প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।#

 

 

লেখাপড়া২৪.কম/পিআর/আরএইচ

পছন্দের আরো পোস্ট