ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ চালু পাবিপ্রবিতে

1454348229পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘ ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ’ নামে নতুন একটি বিভাগ চালু করা হয়েছে। সোমবার আনন্দঘন পরিবেশে নতুন এই বিভাগের উদ্বোধন করা হয়েছে।

 

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নকীব চৌধুরী ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে বিভাগটির উদ্বোধন ঘোষণা করেন। ২০০৮ সালের ৫ জুন স্থাপিত এই বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে মোট ২০টি বিভাগ চালু করা হলো। আগামী ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে নতুন এই বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

 

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠানে বলেন, ‘এই বিভাগ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে সামনে এগিয়ে যাবে। বিজ্ঞান ও প্রযুক্তিকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে হলে সহায়ক উপাদান হিসেবে মানবিক বিষয়গুলোর ওপরও আমাদের গুরুত্ব দিতে হবে। এই বিভাগে অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ আমাদের সব আন্দোলন সংগ্রামের ইতিহাস জানতে পারবে।’ তিনি আরো বলেন, ‘এই বিভাগ আমাদের সমাজ, মানুষ ও মানবতার প্রত্যাশা পূরণ করবে এবং ইতিহাসকে আরো সমৃদ্ধ করবে।’

 

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের অধীনে ১৯টি বিভাগে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয়, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. সাইফুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুল আলিম,বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. কামরুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন মো. খায়রুল আলমসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট