পুলভুক্ত আড়াই হাজার শিক্ষককে নিয়োগের নির্দেশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুলভুক্ত আড়াই হাজার সহকারী শিক্ষককে নিয়োগ দিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের নিয়োগ সম্পন্ন না করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ বিষয়ে ৭২টি রিটের চূড়ান্ত শুনানি শেষে বুধবার হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ রায় ঘোষণা করেন।
শুনানিতে আবেদনের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মোরশেদ, অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মোঃ খায়রুল আলম। সংশ্লিষ্ট আইনজীবীরা সাংবাদিকদের বলেন, ২০১১ সালে দেশের ৬১টি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ পদে লিখিত পরীক্ষায় প্রায় ১১ লাখ পরীক্ষার্থী অংশ নেন। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে উত্তীর্ণ ২৭ হাজার ৭২০ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়। এর মধ্যে ওই সময় ১২ হাজার ৭০১ জনকে নিয়োগ দেয়া হয়। বাকি ১৫ হাজার ১০৯ জনকে পুলভুক্ত করে ছয় মাসের জন্য মাসিক ৬ হাজার টাকা বেতনে নিয়োগ দেয়া হয়। এর পর তাদের পুলভুক্ত রেখেই প্রাথমিক শিক্ষা অধিদফতর ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর আবার নতুন করে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। ফলে পুলভুক্ত আড়াই হাজার সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ চেয়ে এবং ওই নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে ৭২টি রিট আবেদন করেন। ওই সময় প্রাথমিক শুনানি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত এবং পুলভুক্তদের নিয়োগের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এর পর রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করেন আদালত।#
লেখাপড়া২৪.কম/আরএইচ