১০ বিশ্ববিদ্যালয়ের সাথে ড্যাফোডিল ভার্সিটির সমঝোতা স্বাক্ষর

dfgfdgড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্প্রতি তাইওয়ানের আই-শো ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ৩১তম এসোশিয়েসন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক (এইউএপি-২০১৬) এর বার্ষিক সভায় ১০টি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। যুক্তরাজ্য, তাইওয়ান, চীন, কোরিয়া, থাইল্যান্ড, জাপান, ফিলিফাইন সহ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের সাথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ চুক্তি স্বাক্ষরিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে পরিচালক (প্রশাসন) মোঃ ইমরান হোসেন এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

 

বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে রয়েছে ক্যলির্ফোনিয়া ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়, ইউএসএ ন্যাশনাল টাইফাই ইউনিভার্সিটি অব টেকনোলজি, তাইওয়ান, সুরানেরি ইউনিভার্সিটি অব টেকনোলজি, থাইল্যান্ড, ল্যাকিয়াম অব দ্যা ফিলিফাইন ইউনিভার্সিটি ল্যাগুনা, ফিলিফাইন, জ্যাহানজু ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং ভকেশনাল কলেজ, চীন ইত্যাদি। এ চুক্তির মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী আদান-প্রদান, সামার প্রোগ্রাম, ইন্টারনশীপ আদান-প্রদান, লাইব্রেরী এবং গবেষণা আদান-প্রদান করতে পারবে।

 

এসোশিয়েসন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক (এইউএপি-২০১৬) এর বার্ষিক সভা এমন একটি প্লাটফর্ম যেখানে বিভিন্ন দেশের নামী-দামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগন তাদের মধ্যে পারষ্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে। ২১-২৩ জানুয়ারী ২০১৬ অনুষ্ঠিত এই সভায় বিশ্বের ৭০টির ও বেশী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং উধ্বর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্সের অফিসার সৈয়দ রায়হানুল ইসলাম ডিআইইউ প্রতিনিধি দলের সাথে সভায় যোগদান করেন।

 

লেখাপড়া২৪.কম/ড্যাফোডিল/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট