বাংলাদেশ রিসার্চ এডুকেশন নেটওয়ার্কে রাবির যুক্ত
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তথ্য প্রযুক্তিভিত্তিক নেটওয়ার্ক BdREN (বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক )-এর সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে এই সংযুক্তি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
এই সংযুক্তির ফলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের দেশের শিক্ষা ও গবেষণা এবং সংশিষ্ট প্রতিষ্ঠানসমূহের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য আদান প্রদান ও যোগাযোগের দ্বার উন্মুক্ত হলো।
লেখাপড়া২৪.কম/রাবি/পিআর/এমএএ