লেখালেখি সাহিত্য পুরস্কার ২০১৫

image_61313কবি-সাহিত্যিক ও গবেষকদের অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আগামী ১৯ মার্চ ২০১৬ তারিখ লেখালেখি সাহিত্য পুরস্কার ২০১৫ প্রদান করা হবে। পুরস্কার প্রাপ্ত ব্যক্তি নগদ ৫০,০০০( পঞ্চাশ হাজার) টাকা, একটি ক্রেস্ট এবং সম্মাননা সনদ পাবেন। যে কোন বিষয়ে প্রবন্ধ, গল্প, উপন্যাস, কবিতা ও ছড়া শাখাসমূহে অংশগ্রহণ করা যাবে। এ জন্য লেখকের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত, ২ কপি সদ্য তোলা ছবি এবং জানুয়ারি থেকে ডিসেম্বর ২০১৫ সালের মধ্যে প্রকাশিত ৫টি বই স্ব-স্ব শাখার জন্য প্রদান করতে হবে।

 

Post MIddle

বই প্রদানের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৬। বই পাঠানোর ঠিকানা: প্রকাশক, লেখালেখি, ইয়ূথ টাওয়ার, ৮২২/২ রোকেয়া সরণী, ঢাকা-১২১৬। ফোন: ৯০২০০৫১২, মোবাইল: ০১৫৫২-৩৬৭৮৮৩ ঊসধরষ: ধয়যধরফবৎ@ুড়ঁঃযমৎড়ঁঢ়নফ.পড়স উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই এই প্রতিষ্ঠানটি দেশের সৃজনশীল গ্রন্থ প্রকাশনা ও কবি-সাহিত্যিকদের উৎসাহ প্রদানে বিশেষ ভূমিকা রেখে আসছে।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট