বেগমগঞ্জ এনএ চৌধুরী ট্যালেন্টস স্কুলে পিঠা উৎসব

Noakhali Patty Festivals News 31-01-2016 (6)নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরে দেশিয় পিঠার সাথে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্য প্রতি বছরের ন্যায় এবারো নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এন. এ. চৌধুরী ট্যালেন্টস প্রিপারেটরিতে বিদ্যালয়ের কর্তৃপক্ষের উদ্যোগে রোববার সকালে প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে ভিন্ন ভিন্ন ধরনের পিঠা নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
Noakhali Patty Festivals News 31-01-2016 (3)পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: মনিরুজ্জামান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন, সহকারি শিক্ষা অফিসার, হারুন আল রশিদ, বিদ্যালয়ের পরিচালক ফারজানা তাহের প্রমুখ। পিঠা উৎসবে ক্ষীর পিঠা, সুজির বরপি, ডালের পিঠা, শীতের পিঠা, সুজির পিঠা, ছিটা পিঠা, কাকের বাসায় বকের ডিম, ঝুনি পিঠা, সাকুর পিঠা, মালপুয়া, পাটি সাপটা, রস কদম, পিংগার পিঠা, রস কদম, ঝাল পিঠা, লাভ পিঠা, পানপুয়া, নারকেল পিঠা, টিকেট পিঠা, আলুর স্টিক পিঠা, চকলেট, পিঠা, গাজরের পিঠা, গোলাপের পিঠা, ভাপা পিঠা, শীরার পিঠা, সীমের ফুল পিঠা, জামাই পিঠা, গমের পিঠা, রুটি পিটা, চিতল পিঠা, পরটা, ক্রিসমাস ট্রি, সুজির পুরপিঠা, ডোনাটা পিঠা সহ প্রায় শতাধিক রকমের পিঠা নিয়ে প্রতিযোগিরা অংশগ্রহন করে।
পিঠা উৎসবে অতিথিরা প্রভা ও দিবা শিফটের ছয় শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেয়। প্রভা শিফটের প্রথম হয়ছে তৌহিদুল ইসলাম তুষার (প্লে), দ্বিতীয় মুমতাহিনা রহমান মৌমিতা (প্লে), তৃতীয় সালমা সুলতানা রাহামনি (প্লে)। দিবা শিফটের প্রথম হয়ছে মেহেদি হাসান পিয়াল (৪র্থ) , দ্বিতীয় নির্জন বনিক (২য়), তৃতীয় তারেক রহমান আসফি (৪র্থ)।#

 

Post MIddle

লেখাপড়া২৪.কম/কামরুল/আরএইচ

পছন্দের আরো পোস্ট