চুয়েটে আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা পুরস্কার

ইংরেজী বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে সিএসই এন্ড্রোমিডা। রানার্স আপ হয়েছে ইইই ম্যাক্সিমাস। বেস্ট ডিবেটর হয়েছেন সিএসই বিভাগের রোশনি। বেস্ট মেন্টর হয়েছেন পুরকৌশল বিভাগের নিশাত আনজুম। পাবলিক স্পিকিংয়ে বাংলায় চ্যাম্পিয়ন হন নাজনীন, রানার্স আপ হন রিয়াব। এছাড়া ইংরেজীতে চ্যাস্পিয়ন হন নাঈম, রানার্স আপ হন সালমান। বাংলা বিতর্কে ২৭টি টিম এবং ইংরেজী বিতর্কে ৮টি টিম অংশগ্রহন করে।

এদিকে সমাপনী দিনে অনুষ্ঠিত হয় গালা নাইট, কনসার্ট ইত্যাদি। এতে সেরা গল্পবাজ হন লাবিব। রানার্স আপ হন মৌমিতা। কনসার্টে অংশগ্রহন করে দি ট্রি, দি লাস্ট টার্ন, ড. এসজি, কারিলন।

লেখাপড়া২৪.কম/চুয়েট/পিআর/এমএএ