এম এস রানার প্রথম গল্পগ্রন্থ ‘এক মুঠো গল্প’

12642597_10153891073222442_4237158998258801583_nকালের কণ্ঠে সাংবাদিকতা করি। প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন সেই পত্রিকার সম্পাদক। একদিন তিনি ডেকে নিয়ে বললেন, ‘তুমি তো ভালো গান গাও রানা!’ আমি লজ্জায় মুখ তুলতে পারছি না। তিনি বললেন, ‘গানটা কন্টিনিউ করো। আর লেখালেখি কি বন্ধ করে দিলে?’ আমি বললাম, ‘সময় করতে পারছি না মিলন ভাই।’

 

Post MIddle

তিনি গম্ভীর কণ্ঠে বললেন, ‘তুমি বোধহয় জানো না আমি তোমাকে কতখানি পছন্দ করি, কতখানি ভালোবাসি। আর সে কারণেই বলছি, তোমার মেধা আছে, মেধাটা কাজে লাগাও। শুধুই সাংবাদিকতা করে জীবন পার করে দিলে মেধার প্রতি অবিচার করা হবে।’ আমি জানি, মিলন ভাই আমাকে কতখানি পছন্দ করেন। ভালোবাসার স্পর্শটুকু দূর থেকেই টের পাওয়া যায়। মিলন ভাইয়ের রুম থেকে বেরিয়েই সিদ্ধান্ত নিলাম, লেখালেখিটা আবার নিয়মিত শুরু করব।’

 

এর আগে কয়েকটি উপন্যাস প্রকাশ পেলেও ‘এক মুঠো্ গল্প’ আমার প্রথম গল্পগ্রন্থ, প্রকাশ করেছে প্রিয়মুখ প্রকাশনী, থাকছে ২০১৬-এর বইমেলার ১০৯ নম্বর স্টলে।

 

 

পছন্দের আরো পোস্ট