ঢাবি উপাচার্যের সঙ্গে পোলান্ড উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Poland DPMপোলান্ডের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী অধ্যাপক ড. গ্রেগর্গ ডাবলু কোলদ্কো (৩১ জানুয়ারি) রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাত উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোলান্ডের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।

 

Post MIddle

উল্লেখ্য, বাংলাদেশ অর্থনীতি সমিতির উদ্যোগে “বিশ্ব কোন দিকে যাচ্ছে : ভবিষ্যতের রাজনৈতিক অর্থনীতি” শীর্ষক জনবক্তৃতা প্রদানের জন্য অধ্যাপক ড. গ্রেগর্গ ডাবলু কোলদ্কো বর্তমানে বাংলাদেশ সফর করছেন। ( ২ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকাল ৩:০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই বক্তৃতা পর্ব অনুষ্ঠিত হবে।

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট