এশিয়া প্যাসিফিক চতুর্থ ব্যাচের র‌্যাগ ডে

12647425_488285341356407_7513157914591639787_nইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর ইংরেজী বিভাগের চতুর্থ ব্যাচের ‘র‌্যাগ ডে’(Rag Day) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারী) সকাল ১১টায় ইংরেজী বিভাগের প্রধান ড. শওকত হোসাইনের বক্তব্যে মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। ইংরেজী বিভাগের ক্যাম্পাস সেজেছিল নানা রংয়ে, বিদায়ের সাজে।

 

Post MIddle

সকল শিক্ষার্থীদের গায়ে ছিল র‌্যাগ ডে’র(Rag Day) সস্নেস্নাগান সংবলিত টি-শার্ট। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটিকা, স্টেজ পারফরমেন্স, নৃত্য, গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। এতো আয়োজনের মাঝেও চতুর্থ ব্যাচের বেশিরভাগ শিক্ষার্থীর মনেই ক্যাম্পাস জীবন শেষের আফসোস। নিজ ডিপার্টমেন্টকে মিস করার কথা কিংবা নিজেদের বড় হবার স্বপ্নের কথা শোনা গেল তাদের কাছে। টক-ঝাল-মিষ্টি-মধুর গানের মধ্য দিয়ে শেষ হয় আনন্দঘন ‘র‌্যাগ ডে'(Rag Day) উদযাপন।

 

লেখাপড়া২৪.কম/ইউএপি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট