রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

ruরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষের সুব্রত কুমার নামের এক ছাত্র গলায় গামছা বেধে আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বোয়ালিয়া পুলিশ লাশটি উদ্ধার করে। ওই শিক্ষার্থীর বাড়ি বাগমারার দেওপাড়া এলাকায়। তার পিতার নাম দ্বিজেন্দ্রনাথ। তবে তাৎক্ষণিক আত্মহত্যার কারণ জানা যায়নি।

 

নগরীর বোয়ালিয়া থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন বলেন, ‘সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় ভাড়া বাসার নিজ কক্ষে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেন সুব্রত। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে তার আত্মীয়রা এসে দরজা ভেঙ্গে ভেতরে ঢোকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।’

 

Post MIddle

ওসি আরও জানান, ‘তাৎক্ষনিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠনোর প্রক্রিয়া চলছে।’

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে সুব্রত নামের এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাই। ওই শিক্ষার্থী নগরীতে একটি ভাড়া বাসায় বন্ধুর সঙ্গে থাকতো। সে ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের চুড়ান্ত পরীক্ষা দিচ্ছিল। কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।’

 

লেখাপড়া২৪.কম/রাবি/তমাল/আরএইচ

পছন্দের আরো পোস্ট