বাগবাড়ী শাপলা কেজি স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা

SAM_0059 KKK 2বগুড়া জেলার গাবতলি উপজেলার বাগবাড়ী শাপলা কেজি স্কুলের ২০১৬ইং সালের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। গত ২৮শে জানুয়ারী বৃহস্পাতিবার সকাল ৯টা থেকে বাগবাড়ী শাপলা কেজি স্কুলের মাঠে সাবেক সেনা কর্মকতা জনাব ফজলুর রহমান ফটোর সভাপতিত্বে এবং রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠান শুর“ হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আপেল মাহমুদ এবং বিশেষ অতিথি ছিলেন জনাব মিনার আলী ও রাশেদ মাহমুদ ।

 

পে­ গ্র“প হতে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্র/ছাত্রীরা ক্রিড়ায় অংশ গ্রহন করেন । ক্রিড়া শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, প্রতিষ্ঠানের পরিচালক মোঃ কামর“ল ইসলাম । পরিচালক তার স্কুলের সফলতা বর্ণনায় বলেন যে, পিএস,পিস পরীক্ষায় ৩১ জন ছাত্র/ছাত্রী শতভাগ পাশ তম্মধ্যে ২০ জন জিপিএ ৫ বাকী সকলে জিপিএ ৪ পেয়ে গাবতলি উপজেলার শীর্ষে এবং ৬ষ্ট শ্রেণিতে প্রায় ৪০জন ছাত্র/ছাত্রী অধ্যায়নরত এবং এলাকার বিদ্যানুরাগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা পেলে আগামী বৎসর থেকে ৭ম, ৮ম শ্রেণিতে ভতি করা হবে বলে আশ্বাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন শিক্ষক আতাউর রহমান, হাফিজার রহমান, নাজির“ল ইসলাম, মুক্তার হোসেন, আকিয়াজ আক্তার ,জাহানারা বেগম, কর্মচারী গোলেবানু ও ময়না ।

 

লেখাপড়া২৪.কম/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট