নানা আয়োজনে এইউবির ফ্যামিলি ডে
পরিবারের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, গল্প-আড্ডা, খেলাধুলা, প্রতিযোগিতা, এক সাথে খাওয়া-দাওয়া, হাসি-ঠাট্টায় আনন্দময় একটি দিন কাটালেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সকল শিক্ষক, শিক্ষাকা, কর্মকর্তা ও কর্মচারীগণ । ৩০ জানুয়ারি এইউবির স্থায়ী ক্যাম্পাস, আশুলিয়ার টংগাবাড়ীতে দিন ব্যাপী ‘ফ্যামিলি ডে ২০১৬’ তে জমে ওঠে এ মিলন মেলা ।
এ মিলন মেলায় সবার আনন্দে ভাগী হতে উপস্থিত হন এইউবি’র মাননীয় প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ড. জাফার সাদেক, বোর্ড অব ট্রাস্টিজ মেম্বার মিসেস সালেহা সাদেক, সিন্ডিকেট সদস্য এস. এম. ইয়াসিন আলী, রেজিস্ট্রার প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ।
মাননীয় উপাচার্য ‘ফ্যামিলি ডে ২০১৬’ এর উদ্বোধন করেন। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমরা সবাই এক পরিবারের সদস্য । পরিবারে সমৃদ্ধ আসে যোগ্যতা, দক্ষতা ও মেধা অনুযায়ী পরিবারের সকল সদস্যের সম্মিলিত প্রয়াসে। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, এ দেশের অগনিত উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীর স্বপ্নের ক্যাম্পাস, দেশের উচ্চশিক্ষা বি¯—ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান । এ বিশ্ববিদ্যালয়ের আজকের এ অবস্থানে আসতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সম্মিলিত প্রয়াস অন্যস্বকার্য । আজকের এ আনন্দ আয়োজনের মধ্য দিয়ে পরিবারের সকল সদস্যরা যেমন একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি, তেমনি আগামী দিনে কাজের নতুন স্পৃহা যোগাবে আজকের এ আনন্দ আয়োজন ।

এইউবি’র ‘ফ্যামিলি ডে ২০১৬’ আয়োজনের মূল দায়িত্ব পালন করেন এইউবির ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রধান ড. মোঃ আমিরুল ইসলাম, বিভিন্ন প্রতিযোগিতার ইভেন্ট পরিচালনা করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম জুয়েল, সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মুক্তাশা দীনা চৌধুরী ।
বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মাননীয় উপাচার্য ও অন্যান্য অতিথিবৃন্দ ।
লেখাপড়া২৪.কম/এইউবি/পিআর/এমএএ