চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন
সকল জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে সম্পন্ন হলো চবির ৪র্থ সমাবর্তন। রোবরার দুপুরে মহমান্য রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ মঞ্চে আসন গ্রহন করেন। অতিথিদের আসন গ্রহন করে দুপুর আড়াই টায়। পরে বিভিন্ন পবিত্র ধর্মগ্রন্থ থেকে স্ব স্ব বাণী পাঠ করা হয়।
রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ তার বক্তব্যে বলেন, বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গনতন্ত্র যাতে বাধাগ্রস্থ না হয় তা সম্মিলিতভঅবে নিশ্চিত করতে হবে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিনত করতে সরকার কার্যক্রম গ্রহন করেছে। এ কার্যক্রম বাস্তবায়নে থাকতে হবে নিরলস প্রচেষ্টা, আত্মসমালোচনা ও সহযোগিতা।
অনুষ্ঠান শুরুতে বক্তব্য রাখেন চবি ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। পরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান। সমাবর্তনে পিএইচডি,এমফিল,স্নাতক,স্নাতোকত্তরসহ মোট ৭ হাজার ১শ ৯৪ জনকে সনদ প্রদান করা হয়।
লেখাপড়া২৪.কম/চবি/কাইয়ূম/এমএএ