জাবিতে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। সকালে প্রধান অতিথি প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন প্রতিযোগিতা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা অফিসের পরিচালক মো. সিফাতুল্লাহ।
উদ্বোধনী খেলায় ফার্মেসী বিভাগ ৭ ইউকেটে সরকার ও রাজনীতি বিভাগকে পরাজিত করে। সকালে টসে জিতে ফার্মেসী বিভাগ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সরকার ও রাজনীতি বিভাগ ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১০৪ রানে অল আউট হয়। জবাবে ফার্মেসী বিভাগ ১১.৫ ওভারে ৩ ইউকেটে ১০৭ রান করে।