রাবি ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২য় সম্মিলন

RU Pic 30.01.2016নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২য় সম্মিলন শনিবার অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় কাজী নজর“ল ইসলাম মিলনায়তন প্রাঙ্গণে সম্মিলন স্মারক ফেস্টুন উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। এসময় বরেন্দ্র অঞ্চলের সাঁওতাল শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য-গীত পরিবেশন করে।

 

ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে সম্মিলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর জিন্নাত আরা বেগম।

 

Post MIddle

সম্মিলন উদ্বোধনের আগে রবীন্দ্র কলাভবন প্রাঙ্গণ থেকে সম্মিলনে অংশগ্রহণকারীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা কাজী নজর“ল ইসলাম মিলনায়তনে আসে। সম্মিলনের কর্মসূচিতে আরো ছিল স্মৃতিচারণ, অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন, সাংস্কৃতিক সন্ধ্যা ও পিঠাপুলি উৎসব।

 

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রফেসর মো. জাফর সাদিক সম্মিলন উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

 

পছন্দের আরো পোস্ট