কমনওয়েলথ স্কলারশীপ নিয়ে নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা

Scholershipনিউজিল্যান্ডে মাস্টার্স ও পিএইচডি গবেষণায়  স্কলারশীপ এর জন্য কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীদের থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে। কমনওয়েলথ স্কলারশীপ এন্ড ফেলোশীপ প্ল্যান (সিএসএফপি) এর অধীনে এ স্কলারশীপ দেয়া হবে। বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।

 

কমনওয়েলথ স্কলারশীপ:

বিশ্বের মর্যাদাপূর্ণ স্কলারশীপগুলোর মধ্যে কমনওয়েলথ স্কলারশীপ অন্যতম। কমনওয়েলথভুক্ত দেশ অন্য সদস্য দেশগুলোর শিক্ষার্থীকে প্রতিবছর স্কলারশীপ দেয়। সর্বোচ্চ আর্থিক সহায়তা, আবাসনের সুব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধার জন্য উচ্চ-শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিকট এর চাহিদা ব্যাপক।

 

কোর্স লেভেল: মাস্টার্স ও পিএইচডি,র জন্য এ স্কলারশীপ দেয়া হবে।

 

বিষয়: শিক্ষার্থী তার চাহিদা ও যোগ্যতা অনুযায়ী যে কোন বিষয়েই পড়তে পারবে ।

 

বর্ণনা:

  • সকল টিউশন ফি
  • আবাসনের ব্যবস্থা
  • স্বাস্থ্য ভাতা
  • রাউন্ড ট্রিপ এয়ার-টিকেট
  • অভ্যন্তরীণ যাতায়াত ভাতা

 

Post MIddle

যোগ্যতা:

  • মাস্টার্স ও পিএইচডি কোর্সে আবেদন করার জন্য সাধারণত প্রয়োজনীয় যোগ্যতা
  • আইএলটিএস এ ন্যুনতম স্কোর ৬.৫ থাকতে হবে।

 

আবেদন প্রক্রিয়া: কমনওয়েলথ স্কলারশীপের জন্য আগ্রহী শিক্ষার্থীদেরকে এজেন্সীর মাধ্যমে আবেদন করতে হবে । প্রতি দেশেই কমনওয়েলথ এর এজেন্ট রয়েছে।

 

আবেদনপত্র ডাউনলোড করার জন্য এই লিংক ব্রাউজ করুন-

http://goo.gl/6QejIa

 

বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও এজেন্সীর সাথে যোগাযোগ করার জন্য নিচের লিংক ব্রাউজ করুন-

https://goo.gl/JpfYXp

 

 

পছন্দের আরো পোস্ট