ঢাবির আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ

_DSC0321“Gas Chromatography, Quantification and Quality Assurance” শীর্ষক মাসব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণী অনুষ্ঠান (২৮ জানুয়ারি) বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ইন্টারন্যাশনাল সায়েন্স প্রোগ্রাম (আইএসপি), এশিয়ান নেটওয়ার্ক অব রিসার্চ অন ফুড এন্ড এনভায়রনমেন্ট কন্টামিন্যান্টস (এএনএফইসি) এবং নেটওয়ার্ক অব ইন্সট্রুমেন্ট টেকনিক্যাল পারসোনেল এন্ড ইউজার সায়েন্টিস্টস অব বাংলাদেশ (এনআইটিইউবি) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

 

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এবং এনআইটিইউবি-এর সভাপতি অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল এবং আইএসপি’র পরিচালক ড. পিটার সানদিন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নীলুফার নাহার স্বাগত বক্তব্য দেন। এছাড়া, এএনএফইসি-এর কো-অর্ডিনেটর ড. কেসিনি ফোমকিওনা অনুষ্ঠানে বক্তৃতা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব ধন্যবাদ জ্ঞাপন করেন। এনআইটিইউবি-এর সাধারণ সম্পাদক এবং সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর পরিচালক অধ্যাপক ড. আলতাফ হোসেন অনুষ্ঠান সঞ্চালন করেন।

 

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক দেশের সার্বিক উন্নয়নে রসায়ন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে অবশ্যই আমাদের রসায়ন শিক্ষা ও গবেষণার মান বাড়াতে হবে। আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

উল্লেখ্য, বাংলাদেশ, কম্বোডিয়া এবং লাউসের ১৪জন তরুণ শিক্ষক ও গবেষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

 

 

পছন্দের আরো পোস্ট