ঢাবির তায়কোয়ানডো প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন

DSC_0212বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়-এর যৌথ উদ্যোগে কোরিয়ান মার্শাল আর্ট “তায়কোয়ানডো”-এর ওপর ১০দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপণী অনুষ্ঠান (২৮ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়। সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) এবং স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।

 

Post MIddle

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ।

 

উল্লেখ্য, (১৯ জানুয়ারি) মঙ্গলবার উক্ত প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। কোরিয়ান প্রশিক্ষকদের তত্ত্ববধানে এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ৫টি হলের ছাত্রীরা অংশগ্রহণ করে।

 

 

পছন্দের আরো পোস্ট