ঢাবিতে প্রফেসর ফারুক মাল্টিপারপাস হল উদ্বোধন

(2) DSC_0187বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) অপরাহ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ ভবনের ১০ তলায় নির্মিত ‘প্রফেসর ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হল’-এর উদ্বোধন করা হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

 

Post MIddle

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, অনুষদের সিনিয়র শিক্ষকবৃন্দসহ এএফসি হেলথ লিমিটেড-এর কর্মকর্তাবৃন্দ। পরে উপাচার্য ফিতা কেটে মাল্টিপারপাস হলের উদ্বোধন শেষে হল পরিদর্শন করেন। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য এএফসি হেলথ লিমিটেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এ ধরনের সহযোগিতা পরবর্তীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, ৭ নভেম্বর ২০১৫ বিজনেস স্টাডিজ অনুষদ এবং এএফসি হেলথ লিমিটেড-এর মধ্যে এই মাল্টিপারপাস হল নির্মাণের উদ্দেশ্যে বিজনেস স্টাডিজ অনুষদে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

 

 

পছন্দের আরো পোস্ট