মধুসূদন পদক পাচ্ছেন ইবি’র অধ্যাপক

Dr Manjur Rahmanগবেষণায় বিশেষ অবদানের জন্য ২০১৬ সালের মহাকবি মধুসূদন পদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনজুর রহমান। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২ তম জন্মউৎসব উপলক্ষে সপ্তাহ ব্যাপি মধুমেলার শেষ দিন বৃহস্পতিবার সাগরদাঁড়ির মধুমঞ্চে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে মধুসূদন স্মারক, সন্মাননাপত্র এবং ৫০ হাজার টাকার চেক তুলে দেবেন। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. গৌতম কুমার দাস বুধবার সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনজুর রহমান তার প্রকাশিত ‘প্রাচীন ও মধ্যযুগের বাংলা কাব্য: শব্দের বিবর্তন-বৈচিত্র্য’ গবেষণা গ্রন্থের জন্য মহাকবি মধুসূদন পদকের জন্য মনোনীত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। ড. মনজুর ১৯৭৬ সালের ১৫ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন।

 

Post MIddle

শিক্ষাজীবনে ড. মনজুর ১৯৯১ সালে সেন্ট জোসেফস্ উচ্চ বিদ্যালয় খুলনা থেকে এস.এস.সি, ১৯৯৩ সালে খুলনা পাবলিক কলেজ থেকে এইচ.এস.সি, ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে অনার্স এবং ১৯৯৯ সালে একই বিশ্ববিদ্যালয় ও বিভাগ থেকে মাস্টার্স পাশ করেন।

 

লেখাপড়া২৪.কম/ইবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট