আমি আছি

nobinহাড় কাপানো পৌষের বিহানে আমি আছি,

সাঁ সাঁ বাতাসের সামনে আমি আছি,
আছি ছুটে চলা বাসের জানালায় দৃষ্টি নিয়ে।

 

পথ থেকে পথে দুর প্রান্তরে আছি আমি,
তোমার পেছনে সামনে ডানে কিংবা বামেও আমি আছি।
অস্পষ্ট শব্দের স্রোতে ডাক পাঠানোর আশায় আমি আছি, দুর থেকে অপলক ছায়া হয়ে আমি আছি।

 

Post MIddle

বৃষ্টির আগমনি সংকেতে আছি আমি।
পাগল হওয়া বৃষ্টির রংবেরঙের ঝাপটায় আছি আমি। ছুয়ে দেবো বৃষ্টি হয়ে তোমার শরীর। বেয়ে পড়বো তোমার নিকশ কালো চুল হয়ে শুভ্র পায়ে।

 

কাঠ ফাটা রোদের ঝলকানিতে আমিই আছি,
রোদের উত্তাপ হয়ে ঘামিয়ে দেবো তোমায়। হাসফাস করা তাপদাহে তুমি ক্লান্ত হলে আমি শীতল বায় হবো।
পরশ বুলাবো তোমার কপাল থেকে ঘর্মাক্ত চিকচিকে গলায়। চাইলে এক ফোটা শীতল ঘাম হয়ে গড়িয়ে পড়বো তোমার বুকে।

 

আমি আছি তোমার কাছেই। তোমার বুকে একটু জায়গা হবে কি? ক্ষনিকের তরে, না হয় মুছে ফেলো অস্বস্তির ভঙ্গিতে। তবুও আমি আছি। আছি আমি তোমার কাছে, তোমার কাছেই আছি আমি।।।।

 

লেখাপড়া২৪.কম/নবীন/আরএই্চ

পছন্দের আরো পোস্ট