কেডিএস গার্মেন্টস পরিদর্শনে সাদার্নের শিক্ষক শিক্ষার্থীরা

SAM_0405শিল্প সফরের অংশ হিসেবে সম্প্রতি কেডিএস গার্মেন্টস পরিদর্শন করেছেন সাদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের সময় দেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান।

 

মূলত ইউনিভার্সিটি থেকে নেটওয়ার্কিং ও ইআরপি সিস্টেম সম্পর্কে অর্জিত শিক্ষাকে কিভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায় এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা অর্জনে এ সফরের আয়োজন করা হয়।

 

Post MIddle

কম্পিউটার সাইন্স বিভাগের সহকারি অধ্যাপক ও কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধান ও পরিকল্পনায় আয়োজিত এই সফরে উপস্থিত শিক্ষার্থীদেরকে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেন ভাস্কর ভৌমিক ডিজিএম অটোমেশন অ্যান্ড সিস্টেম( গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল) । সিনিয়র এক্সিকিউটিভ চিন্ময় দাশ ও এক্সিকিউটিভ জয় রাজ সেন শিক্ষার্থীদের নেটওয়ার্কিং ও ইআরপি সিস্টেম সম্পর্কে প্রশিক্ষণ দেন। ব্যস্ত সময়ের মাঝেও সময় দেওয়ায় কেডিএস গ্রুপের সকল কর্মকর্তাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা।#

 

 

লেখাপড়া২৪.কম/সাদার্ন/পিআর/আরএইচ

পছন্দের আরো পোস্ট