কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন
কুমিল্লাা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এর আগে নির্বাচন কমিশন কর্তৃক গত সপ্তাহের মঙ্গলবার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৬’র তফসিল ঘোষণা করা হয়।
সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে ভোট গ্রহণ শুরু হবে। দুপুর ১টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে থাকবেন সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ, ট্রেজারার প্রফেসর কুন্ডুগোপী দাস, রেজিস্ট্রার মোঃ মুজিবুর রহমান মজুমদার, সংগঠনের উপদেষ্টা, ছাত্র পরামর্শক ও নির্দেশক ড. মুহম্মদ আহসান উল্যাহ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আইনুল হক, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ কাজী কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি দুলাল চন্দ্র নন্দী প্রমুখ।

এ বছর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সংগঠনের সাবেক সভাপতি রবিউল হক রবি। কমিশনের অন্য সদস্যরা হলেন, মোঃ আব্দুর রহমান ও কাজী কাউছার হামিদ।
লেখাপড়া২৪.কম/কুবি/রাসেল /এমএএ