চবির সমাবর্তন ৩১ জানুয়ারি
স্থগিত চতুর্থ সমাবর্তনের তারিখ ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৩১ জানুয়ারি এ সমাবর্তনের অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি জানিয়েছেন।
চলতি বছরের ২১ ডিসেম্বর এই সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ৩০ নভেম্বর নিবন্ধনের শেষ দিন সন্ধ্যায় ‘অনিবার্য কারণ বশতঃ’ সমাবর্তন স্থগিত করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সমাবর্তনে ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের এবং ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পিএইচডি, এমফিল, এমএস, চিকিৎসা বিজ্ঞান, নার্সিং ও সাধারণ ডিগ্রিধারীদের সনদ ও চ্যান্সেলর পদক দেওয়া হবে।#

লেখাপড়া২৪.কম/চবি/আরএই্চ