কুমারখালি জে,এন হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
কুষ্টিয়ার কুমারখালি জে, এন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ, আকবর হোসেন ছাত্র কল্যাণ ট্রাস্টের বার্ষিক বৃত্তি প্রদান ও এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।
সোমবার বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমারখালি নাগরিক পরিষদের সভাপতি ক্রীড়া ব্যক্তিত্ব আকরাম হোসেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নুরুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখালি মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ,টি,এম আবুল মনসুর মজনু, কুমারখালি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য সোহেল হাবিব।
স্বাগত বক্তব্য রাখেন কুমারখালি জে, এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকছেদ আলী। শেষে তিন সত্মরের সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বৃত্তির অর্থ তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।#
লেখাপড়া২৪.কম/আরএইচ