সেন্টার ফর ইন্ডাস্ট্রিয়াল প্রবলেমস চুয়েটের যাত্রা শুরু

_DSC1507চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ সেন্টার ফর ইন্ডাস্ট্রিয়াল প্রবলেমস রিসার্চ (Center for Industrial Problems Research) -এর যাত্রা শুরু হয়েছে। উক্ত সেন্টারের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. বদিউস সালাম।

 

উক্ত সেন্টারের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব গ্রহনকারী অধ্যাপক ড. বদিউস সালাম অদ্য সকালে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলমের সাথে সৌজন্য সাক্ষাত ও বিনিময় করেন। এ সময় মাননীয় ভাইস চ্যান্সেলর বলেন,‘‘ চুয়েটের শিক্ষা-গবেষণার চলমান অগ্রযাত্রায় Center for Industrial Problems Research নতুন মাইলফলক হিসেবে থাকবে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বিবিধ সমস্যা সমাধান ও কার্যকর গাইড লাইন প্রদানে এই সেন্টারটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’’

 

Post MIddle

এদিকে এই দায়িত্ব গ্রহনের পর অধ্যাপক ড. বদিউস সালামকে ফুলেল শুভেচ্ছা জানান মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। এ সময় মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী উপস্থিত ছিলেন। ##

 

লেখাপড়া২৪.কম/চুয়েট/এমএইচ-৪৮৮

পছন্দের আরো পোস্ট