খুবির জীববিজ্ঞান স্কুলের অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শুরু

kuখুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মেধা তালিকা এবং অপেক্ষমান তালিকা থেকে ছাত্র-ছাত্রী ভর্তির পর সয়েল সায়েন্স ডিসিপ্লিনে ৩৮টি (মুক্তিযোদ্ধা কোটাসহ) আসন খালি আছে। অপেক্ষমান তালিকা থেকে গত ০৭-০১-২০১৬ এবং ১০-০১-২০১৬ তারিখে রিপোর্টকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী আগামী (২৮-০১-২০১৬) বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত খালি থাকা আসনে ছাত্র-ছাত্রী ভর্তি নেয়া হবে।

 

উক্ত তারিখে নির্ধারিত সময়ের মধ্যে ২ নং একাডেমিক ভবনের ডিন অফিসে উপস্থিত হয়ে ভর্তি হওয়ার জন্য বলা হয়েছে। উল্লেখ্য, ভর্তির সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট এবং আনুমানিক ৫০০০/- (পাঁচ হাজার) টাকা এবং পাসপোর্ট সাইজের ৫টি ছবি সঙ্গে আনতে হবে।

 

Post MIddle

এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় ওয়েব-সাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ ও সংশ্লিষ্ট শিক্ষার্থীর মোবাইলে এসএমএস প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট স্কুলের ডিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

 

লেখাপড়া২৪.কম/খুবি/পিআর/এমএএ-০৭০৪

পছন্দের আরো পোস্ট