আশা ইউনিভার্সিটিতে নবীন বরণ
আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (আশাইউবি)-এর ফার্মেসী বিভাগ গত ২১ জানুয়ারী ২০১৬ তারিখ বিভাগে ভর্তি হওয়া ফল ২০১৫ সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য নবীনবরন অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেস্টা অধ্যাপক মোঃ মঈনউদ্দিন খান। নবীনবরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কোহিনুর বেগম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ খালেকুজ্জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
নবীনবরণ অনুষ্ঠানে আলোচকগণ নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফার্মেসী বিভাগের পাঠ্যসূচী ও কোর্স সংক্রান্ত আনুসঙ্গিক বিষয়সমূহ তুলে ধরেন। এ বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের দেশ-বিদেশে চাকরীর যেসব সুযোগ রয়েছে, আলোচকগণ তা অবহিত করেন।
নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফার্মেসী বিভাগের মানসম্মত শিক্ষা পদ্ধতির উচ্ছ্বসিত প্রশংসা করেন।
অনুষ্ঠানে পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বারী, ফার্মেসী বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।##
লেখাপড়া২৪.কম/এমএইচ-৪৮২