সাতক্ষীরায় ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী

PP-01সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত দুইদিন ব্যাপি ডিজিটাল উদ্বোধনী মেলা শেষ হলো। মেলার শেষ দিনেও ছিল বিভিন্ন বয়সী দর্শনার্থীদের ভিড়। মেলায় মোট ৫১ টি স্টলের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কার্যক্রম তুলে ধরে। শেষ দিন জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিদায়ী জেলা প্রশাসক নাজমুল আহসান বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

Post MIddle

এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদী, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের আলী, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মুহসিন আলী, জেল সুপার আবু জাহেদ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, বিআরটিএ’র প্রকৌশলী তানভীর আহমেদ, দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার আব্দুর রহমানসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আর ডিসি সুফিয়া আক্তার।#
 

লেখাপড়া২৪.কম/আর/আরএইচ

পছন্দের আরো পোস্ট