বাকৃবিতে ভেটেরিনারি বৈজ্ঞানিক সম্মেলন শুরু

BSVER Pic2বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রিসার্সের (বিএসভিইআর) ২২তম বৈজ্ঞানিক সম্মেলন শুরু হয়েছে।

 

শনিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ভেটেরিনারিয়ানদের সর্ববৃহৎ এই সম্মেলন শুরু হয়। এবারের মূল প্রতিপাদ্য বিষয় ‘পারস্পরিক সংক্রামিত নতুন ও পুনরায় আবির্ভূত পরজীবীজনিত রোগসমূহ’।
অনুষ্ঠানে বিএসভিইআর-এর সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আব্দুস সামাদ, এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক ড. এফএইচ আনসারী, ফুড এন্ড এগিকালচার অগ্রানাইজেশনের (এফএও ) প্রতিনিধি ড. এরিক ব্রুম।

 

সম্মেলনে স¦াগত বক্তব্য রাখেন বিএসভিইআর-এর ২২তম সম্মেলনের পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড.মির্জা আবুল হাসিম, মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য ও মেডিসিন বিভাগের প্রাক্তন প্রফেসর ড. মোজাহিদ উদ্দিন আহমেদ এবং অনুষ্ঠানের উপস্থাপনা করেন বিএসভিইআর-এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা।

 

Post MIddle

সম্মেলনে গবেষণার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ড. মোজাহিদ উদ্দিন আহমেদকে ‘অ্যানুয়াল লেকচার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

 

দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষার্থী, ফিল্ড ভেটেরিনারিয়ান, প্রাণিসম্পদ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের গবেষকরা অংশগ্রহণ করছেন। সম্মেলনে ২টি মূল প্রবন্ধ ও ৮৫টি গবেষণালব্ধ ফলাফল সম্বলিত পোস্টার প্রদর্শিত হবে।#

 

 

লেখাপড়া২৪.কম/বাকৃবি/আর/আরএইচ

পছন্দের আরো পোস্ট