ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের প্রতিনিধি দলের সাক্ষাৎ

????????????????????????????????????

জাপানের টোকিও ইউনিভার্সিটি এন্ড গ্র্যাজুয়েট স্কুল অব সোস্যাল ওয়েলফেয়ার-এর প্রতিষ্ঠাতা ড. সুনিও নাকাজিমা’র নেতৃত্বে ৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ২১ জানুয়ারি ২০১৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মাকুতো তেরাদা এবং তোশিহিকো সেতু।

 

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম উপস্থিত ছিলেন।

 

Post MIddle

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের টোকিও ইউনিভার্সিটি এন্ড গ্র্যাজুয়েট স্কুল অব সোস্যাল ওয়েলফেয়ার-এর মধ্যে ভাষা ও সমাজকল্যাণ বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষার সুযোগ প্রদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিগ্গিরই এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে তারা সম্মত হন।

 

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।#

 
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ

পছন্দের আরো পোস্ট