চুয়েট ভিসির সাথে সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ
ট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলমের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছে চুয়েট সাংবাদিক সমিতি (চুয়েটজেএ)।
ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন চুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান। চুয়েট সাংবাদিক সমিতির নেতৃবন্দের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আবদুর রহমান কাকন, সহ-সভাপতি মো: রাসেদুল ইসলাম, সাধারন সম্পাদক মো: ইনতিশার রহমান, কার্যনির্বাহী সদস্য ইনজামাম উল হক, নাজমুস সাকিব প্রমুখ।
এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম এই বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষা-গবেষণার অগ্রযাত্রায় চুয়েট সাংবাদিক সমিতির গৌরবময় ও গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময়কালে চুয়েট সাংবাদিক সমিতির পক্ষ থেকে সমিতির কার্যালয়ে আধুনিকায়নে বিবিধ প্রস্তাব প্রদান করা হলে ভাইস চ্যান্সেলর তা অগ্রাধিকার ভিত্তিতে তা বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস প্রদান করেন। এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন। #
লেখাপড়া২৪.কম/চুয়েট/পিআর/আরএইচ