নয় দিন পর সচল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো

???????????????????????????????

টানা  নয়দিন অচলাবস্থার পর অবশেষে সচল হয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। বেতন কাঠামোর ‘বৈষম্য’ দূর করার দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণায় বুধবার থেকে এই সচল হয়।

 

জানা গেছে, বুধবার সকাল থেকে নিয়মিত ক্লাস শুরু হওয়ায় ঢাকা, চট্টগ্রাম, জগন্নাথ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ফিরে এসেছে শিক্ষক-শিক্ষর্থীদের পুরনো ব্যস্ততা।

 

Post MIddle

তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখনো শীতের ছুটি চলছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেরা বৈঠক করে ক্লাসে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

 

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে মঙ্গলবার নিজেদের মধ্যে আলোচনা করে আন্দোলন স্থগিত করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সে অনুযায়ী বুধবার সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থীদের পদচারনায় মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়।#

 

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট