খুবির একাডেমিক সকল কাজ শুরু

kuআজ (২০ জানুয়ারি) বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবন অডিটরিয়ামে শিক্ষক সমিতির উদ্যোগে এক জরুরী সাধারণ সভা সমিতির সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন কাঠামোতে অসঙ্গতি দূরীকরণের যে দাবি ছিলো তা পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করেন। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস দেওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

 

Post MIddle

এছাড়াও সাধারণ সভায় আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সকল একাডেমিক ও প্রশাসনিক কাজে অংশ নেবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড মোঃ সারওয়ার জাহানসহ সমিতির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

লেখাপড়া২৪.কম/খুবি/পিআর/এমএএ-০৬৯৪

পছন্দের আরো পোস্ট