বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২১ জানুয়ারির ছুটি বাতিল
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহাম উপলক্ষে পূর্বঘোষিত ২১ জানুয়ারি ২০১৬ (বৃহস্পতিবার) এর ছুটি বাতিল করা হয়েছে। ফলে ওই দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে। ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণা অনুযায়ী আগামী ২২ জানুয়ারি শুক্রবার ফাতেহা-ই-ইয়াজদাহাম অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ২২ জানুয়ারি শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় ফাতেহা-ই-ইয়াজদাহাম উপলক্ষে নতুন করে আর ছুটি ঘোষণা করার প্রয়োজন হয়নি।