বাংলাদেশ ইউনিভার্সিটিতে আরবান ল্যাবের গবেষণা

pic-04দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) সম্প্রতি স্থাপিত আরবান ল্যাবের মাধ্যমে ঢাকা শহরের হারিয়ে যাওয়া খাল, সদ্য বাস ও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদসহ তিনটি গবেষণা সম্পন্ন করেছে।আজ (২০ জানুয়ারি, বুধবার) বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) আরবান ল্যাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ গবেষণা ফলাফল উপস্থাপন করা হয়। গবেষণা ফলাফল উপস্থাপন করেন বিইউ’র বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ও পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব এবং ড. আক্তার মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান কাজী জামিল আজহার।

 

অনুষ্ঠানে বিইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসানসহ সকল ডীন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান, বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যানজটমুক্ত, পরিবেশবান্ধব, দুষণমুক্ত, কাঙ্খিত ও স্বপ্নের ঢাকা মহানগর গড়ার লক্ষে তিনটি বিষয়ের ওপর পরিচালিত গবেষণার ফলাফল তুলে ধরা হয়।

 

প্রধান অথিতির বক্তৃতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক আগামী এপ্রিল মাসের মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত হকারমুক্ত করার ঘোষণা দিয়েছেন । তিনি বলেন, ‘রাজধানীতে গুরুত্বপূর্ণ যত সড়ক আছে সবগুলোর ফুটপাত হকারমুক্ত করা হবে। আর যদি পরিকল্পনা অনুযায়ী রাখতে হয় তবে তা সুবিন্যস্তভাবে রাখা হবে।’

pic-05

Post MIddle

আনিসুল হক বলেন, ‘ঢাকা শহরে সমস্ত বাস ও ট্রাকের জন্য টার্মিনাল করতে জায়গা খোঁজা হচ্ছে। ঢাকাকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য তিন হাজার বাস নামানোর পরিকল্পনা রয়েছে। এরমধ্যে এক হাজার এসি বাস থাকবে। এ ছাড়া ১৯০টি বাস কোম্পানির মালিকদের সমন্বয়ে পাঁচটি কোম্পানি করা হচ্ছে। যেটা অসম্ভব হলেও অনেকটা সম্ভব হয়েছে। রঙের দিক থেকেও মিল থাকবে। রাস্তায় শৃঙ্খলভাবে চলবে।’

 

ঢাকায় অবস্থিত খালগুলোর জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এগুলো নিয়ে সমস্যা আছে। এগুলোর মালিক ডিসি আর খনন করে ওয়াসা। সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। তাই ঢাকার উন্নয়নের জন্য ওয়াসা আর রাজউকের কিছু কাজ সিটি কর্পোরেশনের অধীনে আনা উচিত। তাহলে আগামী দুই বছরের মধ্যে অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মনে করি।’

 

তিনি আরো বলেন, ‘এখানে সেখানে যাতে পোস্টার লাগানো না হয় সেজন্য যাত্রী ছাউনির পাশে পোস্টার লাগানোর জন্য বোর্ড করে দেওয়া হবে। বিলবোর্ড অপসারণ চলছে। বিলবোর্ডও কমিয়ে আনা হবে। এক্ষেত্রেও পরিকল্পিতভাবে অল্প বিলবোর্ড বসানোর সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

এর আগে বিশেষ অতিথির বক্তৃতায় এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদপুর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সার্বিক চিত্র তুলে ধরে বছিলা নদীকে দখলমুক্ত করাসহ তিনি এখানে একটি ওয়াটার পার্ক নির্মাণের আহবান জানান। অনুষ্ঠানে বিইউ’র বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান কাজী জামিল আজহার নগরবাসীর কল্যানে ভবিষ্যতেও এধরনের গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

 

pic-06

পছন্দের আরো পোস্ট