এএবিএল এওয়ার্ডে ভূষিত হলেন ইউজিসি চেয়ারম্যান
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান উচ্চশিক্ষা ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশীপ (এএবিএল) এওয়ার্ডে ভূষিত হয়েছেন। অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশীপ,আজ (২০ জানুয়ারি ২০১৬) ওয়েস্টিন হোটেল, ঢাকায় অনুষ্ঠিত এক প্রোগ্রামে ইউজিসি চেয়ারম্যানকে এ এওয়ার্ড প্রদান করে।
বাংলাদেশস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশনের এক উচ্চপদস্থ কর্মকর্তা ও ইউনিভার্সিটি অব কুয়ালালামপুরের রিসার্চ ও ইনোভেশনের প্রধান প্রফেসর ড. দাতো চি মুসা অনুষ্ঠানে উপস্থিত থেকে যৌথভাবে প্রফেসর আবদুল মান্নানের হাতে এ পুরস্কারটি তুলে দেন।
এছাড়া, অনুষ্ঠানে প্রফেসর ড. সিরাজুল ইসলাম চৌধুরী, ডক্টর মুহাম্মদ ফরাসউদ্দিন, প্রফেসর তাসলিমা মনসুর, ডক্টর কাজী আনিস আহমেদ ও প্রফেসর ডক্টর রেজওয়ান খানকে বাংলাদেশে উচ্চশিক্ষায় অনন্য অবদানের জন্য এএবিএল এওয়ার্ড প্রদান করা হয়।