ইবির ফোকলোর বিভাগের নয়া সভাপতি ড. আসকারী

askariইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজী বিভাগের অধ্যাপক ড. রাশিদ আসকারী। মঙ্গলবার তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। নিয়োগের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) এ এস এম আব্দুল লতিফ নিশ্চিত করেছেন।

 

রেজিষ্ট্রার অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার ১১টার দিকে ফোকলোর বিভাগের নতুন সভাপতি হিসেবে ইংরেজী বিভাগের অধ্যাপক ড. হারুণ অর রশিদ আসকারীকে নিয়োগ দেয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। আগামী তিন বছরের জন্য ড. রাশিদ আসকারী এ পদে দায়িত্ব পালন করবেন।

 

Post MIddle

সদ্য চালু হওয়া ফোকলোর বিভাগের প্রথম সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান। কিন্তু ১৭ জানুয়ারী ফোকলোর বিভাগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন ড. শাহিন। ফলে মঙ্গলবার ড. রাশিদ আসকারীকে ওই পদে নিয়োগ দেয়া হয় বলে জানা গেছে।

 

ড. রাশিদ আসকারী এর আগে ইংরেজী বিভাগে একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিশিষ্ট কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবীদ হিসেবে ড. আসকারীর দেশব্যাপী সুনাম-সুখ্যাতি রয়েছে। এছাড়া সম্প্রতি উইকিপিডিয়াতে স্থান করে নিয়েছেন ড. রাশিদ আসকারী।

 

 

লেখাপড়া২৪.কম/ইবি/নবীন/আরএইচ

পছন্দের আরো পোস্ট