রাবিতে বন্ধ থাকছে ক্লাস-পরীক্ষা
প্রধানমন্ত্রি শেখ হাসিনার সাথে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন কর্মবিরতির কর্মসূচি স্থগিত করলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকছে ক্লাস-পরীক্ষা। মঙ্গলবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা এ কথা জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, ঘোষিত অষ্টম জাতীয় বেতন কাঠামোর ব্যাপারে প্রধানমন্ত্রির সাথে আলোচনা শেষে কর্মসূচি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন। বুধবার রাবি শিক্ষক সমিতির সাধারণ বৈঠক শেষে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই সেই সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
প্রসঙ্গত, টানা ১৫ দিন শীতকালীন ছুটি শেষে গত ১৬ জানুয়ারি ক্যাম্পাস খুললেও শিক্ষকদের কর্মবিরতি ও ধর্মঘটের কারণে কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা নেওয়া হয়নি। এই সময়ে একাধিক বিভাগের চুড়ান্ত বর্ষের পরীক্ষা স্থাগিত করা হয়েছে।
লেখাপড়া২৪.কম/রাবি/তমাল/এমএএ-০৬৯৩